আরও ৪ বিমা কোম্পানির লভ্যাংশ ঘোষণা

Passenger Voice    |    ১২:৫০ পিএম, ২০২২-০৪-২৮


আরও ৪ বিমা কোম্পানির লভ্যাংশ ঘোষণা

বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের আরও চার কোম্পানি। এগুলো হচ্ছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রিপাবলিক ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং রূপালি ইন্স্যুরেন্স লিমিটেড।

জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিগুলোর পর্ষদ সভায় যথাক্রমে ১৮, ১৫, ১০ এবং ১০ শতাংশ করে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসইর তথ্য মতে, চার কোম্পানির মধ্যে ২০২১ সালের জন্য বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৩ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ শেয়ার প্রতি ১ টাকা ৮০ পয়সা করে দেওয়া হবে।

পরিচালনা পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রম অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ জুন। ওইদিন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দুপুর ১২টায় সভা অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ মে।

একই সময়ে রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ৩৮ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দেবে কোম্পানি। এর মধ্যে ১০ শতাংশ নগদ লভ্যাংশ আর বাকি ৫ শতাংশ বোনাস। অর্থাৎ শেয়ারহোল্ডারদের এক টাকা এবং দুটি শেয়ারের বিপরীতে একটি করে শেয়ার দেওয়া হবে।

পরিচালনা পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রম অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ জুন। ওইদিন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বেলা ১১টায় সভা অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ মে।

এছাড়াও একই দিন পর্ষদ সভায় অনুষ্ঠিত হয় দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের। সভায় ২০২১ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়াহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। প্রতিবেদন অনুসারে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৪ পয়সা। সেখান থেকে এক টাকা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে। বাকি ২৪ পয়সা অনান্য খাতে ব্যয় করবে কোম্পানি।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রম অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৭ জুলাই। ওইদিন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বেলা ১১টায় সভা অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ জুন।

অপরদিকে একই সময়ে রূপালী ইন্স্যুরেন্স লিমিটেডও শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অর্থাৎ শেয়ার প্রতি এক টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে। বিদায়ী বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৬ পয়সা। সেখান থেকে এক টাকা করে দেবে শেয়াহোল্ডারদের। বাকি টাকা কোম্পানির অনান্য খাতে ব্যয় করবে।

পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রম অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২ আগস্ট। ওইদিন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বেলা ১১টায় সভা অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ জুন।