শিরোনাম
passengernews | ১০:০১ এএম, ২০১৮-১২-১৮
কিন্তু সাকিবের দর্শন হলো, ভুল ভুলই। সে এক ম্যাচেরই হোক না কেন। ভুলটাকে আগে স্বীকার করতে হবে। রোগ নির্ণয়ের পরই না চিকিৎসা! আজ সাকিব সংবাদ সম্মেলনে এলে কী বলতেন; তা কেবল অনুমানের ওপর নির্ভর করতে হচ্ছে। সাকিব যে এই ম্যাচের আগে এবং পরে অধিনায়কের নিয়মিত সংবাদ সম্মেলনে এলেনই না!
গতকাল সংবাদ সম্মেলনে আসেননি পায়ের ব্যথায়। আজ তাঁর না আসার কারণ একটাই হতে পারে, মনের ব্যথা! সাকিবের বদলে সংবাদ সম্মেলনে আসা ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জির কাছে জানতে চাওয়া হলো, প্রথম তিন ব্যাটসম্যান আউট হওয়ার পরও ব্যাটসম্যানরা ভুলটা থেকে শিখল না কেন? একই রকম আউট! সাকিবকে সঙ্গ না দেওয়ার একই রকম ভুল! ম্যাকেঞ্জি দুটি উত্তর খুঁজে পেলেন। অনেক দিন পর টি-টোয়েন্টি খেলতে নামা; এবং অতি আত্মবিশ্বাস।
ক্যারিবীয় পেসাররাও এমন আহামরি বল করেছে বলে মনে করেন না ম্যাকেঞ্জি। কোনো বাউন্সারকেই ‘ডেঞ্জারাস’ মনে হয়নি তাঁর। ভুল যদি হয়ে থাকে, সেটি শট নির্বাচনে।
এই উইকেটে যে কোনো জুজু নেই, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়েই তার প্রমাণ। ৫৫ বল হাতে রেখে জিতেছে তারা। বল হাতে রেখে জয়ের নতুন রেকর্ড ক্যারিবীয়দের। ম্যাচ টিকিটের ৫০ শতাংশ টাকা ফেরত চাইতেই পারেন যেকোনো দর্শক! আগের সূচিতে ম্যাচ শুরুর কথা ছিল ৪টায়। কেউ নতুন সূচি না জেনে টিভি খুলে বসে থাকলে নিশ্চিত বোকা বনেছে। চারটা বাজার ঢের আগেই যে ম্যাচ শেষ!
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2023 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত