ট্রেবলের সামনে বাংলাদেশ

passengernews    |    ১০:০০ এএম, ২০১৮-১২-১৮


 ট্রেবলের সামনে বাংলাদেশ

একের ভেতর তিন! এমন এক সুযোগের সামনে বাংলাদেশ। এর আগে দুই অধিনায়কের হাতে দুই ট্রফি বাংলাদেশ দেখেছে। এবার সুযোগ এসেছে, দুই অধিনায়কের সামনে তিন ট্রফি দেখার। আগামীকাল থেকে শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা জিততে পারলে বাংলাদেশ প্রথমবারের মতো একই সিরিজে তিন ফরম্যাটের সব কটি ট্রফি জেতার প্রথম স্বাদ পাবে। ট্রেবল, ফুটবলে বিশেষ সম্মানের। ক্রিকেটে অবশ্য এমনটা বলার চল নেই। না থাকলে কী, এ তো ট্রেবল জয়ই!
২০০৫ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি শুরুর পর এ পর্যন্ত পূর্ণ সিরিজ দলগুলো কম খেলেনি। সে তুলনায় খুব বেশিবার এমনটা ঘটেনি। এখন পর্যন্ত ৩৩ বার শিরোপাত্রয়ী জেতার ঘটনা ঘটেছে। সর্বোচ্চ সাতবার এমন ট্রেবল জিতেছে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ড ও পাকিস্তান জিতেছে ছয়বার করে। পাঁচবার করে ভারত ও ইংল্যান্ড। অস্ট্রেলিয়া জিতেছে দুবার। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ একবার করে। এবার বাংলাদেশের সামনে সেই সুযোগ।
বাংলাদেশ এর আগেও শিরোপাত্রয়ী জেতার সুযোগ পেয়েছিল। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরেই যেমন সব জিতেও টি-টোয়েন্টি সিরিজটা জেতা হয়নি। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ট্রফি জিতলেও টেস্টের ট্রফিটা হারাতে হয় ১-০ ব্যবধানে। এ বছর জুলাইয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজ হেরে গেলেও পরে ওয়ানডে ও টি-টোয়েন্টি জিতে আসে।