নিরাপদ সড়ক নিশ্চিত কল্পে সিএমপির ট্রাফিক সেবা সপ্তাহ

Passenger Voice    |    ০৫:৫১ পিএম, ২০২২-০১-০৪


নিরাপদ সড়ক নিশ্চিত কল্পে সিএমপির ট্রাফিক সেবা সপ্তাহ

নিজস্ব প্রতিবেদকঃ ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদ সড়ক নিশ্চিত করুন' এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে আজ থেকে 'ট্রাফিক সেবা সপ্তাহ ২০২২' শুরু করেছে। আজ ৪ জানুয়ারি মঙ্গলবার বন্দর নগরীর জিইসি মোড়স্থ জিইসি কনভেনশন সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর পিপিএম।

উদ্বোধন শেষে সিএমপি কমিশনার মহোদয় 'আমার গাড়ি নিরাপদ' উদ্যোগের আওতায় রেজিষ্ট্রেশনকৃত গাড়িসমূহে কিউ আর কোড সম্বলিত স্টিকার লাগানোর কার্যক্রমের সূচনা করেন। 'আমার গাড়ি নিরাপদ' উদ্যোগের আওতায় এখন পর্যন্ত নগরীর প্রায় সাড়ে বার হাজার গাড়ির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। নিরাপদ সড়ক গড়ে তোলার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা এই কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে নগরীর সকল সিএনজিচালিত গাড়ির রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে।

এসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ শামসুল আলম সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।