কর্ণফুলী নদী থেকে স্কুল ছাত্রসহ ২ জনের মরদেহ উদ্ধার

Passenger Voice    |    ১২:১৩ পিএম, ২০২১-০৯-২০


কর্ণফুলী নদী থেকে স্কুল ছাত্রসহ ২ জনের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে এক স্কুলছাত্রসহ দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে এবং রোববার দুপুরে মরদেহ দু’টি উদ্ধার করা হয়েছে বলে চট্টগ্রামের নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

এর আগে শুক্রবার দুপুরে নগরীর আনু মাঝিরঘাট এলাকায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন রাহাত নামে ১৩ বছর বয়সী এক কিশোর। রাহাত সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ির কামাল উদ্দীনের ছেলে। তিনি নগরীর সদরঘাট সরকারি বালক প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। তাকে উদ্ধারে শুক্রবার বিকেল থেকে শনিবার দিনভর নদীতে তল্লাশি চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘ফায়ার সার্ভিসের ডুবুরি দলের তল্লাশিতে স্কুলছাত্র রাহাতকে পাওয়া যায়নি। শনিবার সন্ধ্যার পর কর্ণফুলী নদীর ৭ নম্বর ঘাট এলাকায় তার মরদেহ ভেসে ওঠে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা গিয়ে মরদেহ উদ্ধার করি। এরপর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এদিকে রোববার দুপুর আড়াইটার দিকে কর্ণফুলী নদীতে চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর জেটি এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওসি মিজানুর রহমান বলেন, ‘চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগ থেকে তথ্য পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখান থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করি। তার নাম-পরিচয় আমরা এখনও পাইনি। বয়স আনুমানিক ৩৫ বছর। নীল রঙের জিন্স প্যান্ট এবং কালো টি-শার্ট আছে গায়ে।’

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানিয়েছেন।