২২ সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্য যেতে পারবেন বাংলাদেশিরা

Passenger Voice    |    ০৩:৪১ পিএম, ২০২১-০৯-১৮


২২ সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্য যেতে পারবেন বাংলাদেশিরা

করোনা মহামারির কারণে বেশ কয়েকটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাজ্য। পরিস্থিতির উন্নতি হওয়ায় বাংলাদেশসহ আটটি দেশের ওপর আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে আরোপিত বিধিনিষেধ শিথিলের ঘোষণা দিয়েছে দেশটি। ঘোষণা অনুযায়ী এসব দেশ এখন থেকে লাল তালিকা থেকে অ্যাম্বার (হলুদাভ) তালিকায় যুক্ত করা হয়েছে। 

বিধি নিষেধ শিথিল করায় যুক্তরাজ্যে যাওয়া ব্যক্তিদের আর দশদিনের হোটেল কোয়ারেন্টিন বাধ্যতামূলক থাকবে না। তবে তাদের ব্যক্তিগত উদ্যোগে নিজ বাসায় অথবা অন্য কোথাও দশ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এছাড়া এই দশদিনের মধ্যে যুক্তরাজ্যে পৌঁছানোর দ্বিতীয় দিন এবং অষ্টম দিনে দুই বার পিসিআর টেস্ট করাতে হবে। ২২ সেপ্টেম্বর থেকে বিধি নিষেধ শিথিলের সুবিধা কার্যকর হবে।

বাংলাদেশ ছাড়াও আরো যেসব দেশ অ্যাম্বার তালিকাভূক্ত হয়েছে, তুরস্ক, পাকিস্তান, মালদ্বীপ, মিশর, শ্রীলঙ্কা, ওমান ও কেনিয়া।